এন্টারটেইন টাইমস প্রতিবেদক: পাকিস্তান প্রথম বারের মত অডিআই র্যাংকিংয়ের শীর্ষে - Entertain Times
পাকিস্তান নিউজিল্যান্ডকে চতুর্থ ওয়ানডেতে ১০২ রানের বড় ব্যবধানে হারিয়েছে, বাবর আজমের সেঞ্চুরিতে উঠে এসেছে পাকিস্তানের প্রথমবারের মত আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে। বাবরের ব্যাট হাতে ১০৭ রান এবং এই ইনিংসে তিনি ওয়ানডের দ্রুততম পাঁচ হাজার রানের বিশ্ব রেকর্ড গড়েছেন।
অস্ট্রেলিয়াকে হারিয়ে অডিআই র্যাংকিং এর শীর্ষে পাকিস্তান |
পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান ও শান মাসুদ টস হেরে প্রথম ব্যাট করে নামেন শুক্রবার (৫ মে) করাচিতে। পাকিস্তান প্রথম উইকেটে বিদায় নেয় ফখর জামান (১৪ রান) এবং সেইম উইকেটে আউট হন শান মাসুদ (৪৪ রান)। দ্বিতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে মাসুদ সাথে ৫০ রানের জুটি গড়েন বাবর। রিজওয়ান ২৪ রানে থামেন। চতুর্থ উইকেটে সালমানকে নিয়ে ১১৭ রানের জুটি গড়ে বাবর পাকিস্তানের বড় সংগ্রহের পথ তৈরি করেন। সালমান ৫৮ রান অবদান রেখে জুটিতে ফিরেন। পেসার বেন লিষ্টার ব্যক্তিগত ১০৭ রানে আউট করেন বাবরকে ব্যক্তিগত ১০৭ রানে আউট করেন নিউজিল্যান্ডের বিরোধীদের কাছে ৪৮তম ওভারে। বাবর তার ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি পূর্ণ করে ফিরেন ওয়ানডে ক্যারিয়ারের ৪৭তম ওভারে।
নিউজিল্যান্ড ক্রিকেট দলের ৩৩৫ রানের বড় টার্গেটে শুরুটা ভালো হয়নি এমন খবর এসেছে। কিউইদের দুই ওপেনার ৪৬ রানে বিদায় নিয়েছে। তবে ড্যারিল মিচেল ও টম লাথাম দুই ওপেনারকে লড়াইয়ে রাখেন এবং তৃতীয় উইকেটে ১০৩ বলে ৮৩ রান যোগ করেন। মিচেল প্রথম দুই ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন, তবে এবার তিনি ৩৪ রানে থামেন। টম লাথাম হাফ-সেঞ্চুরি তুলে ৭৬ বলে ৬০ রান করে পাকিস্তানের পেসার আফ্রিদির শিকার হন।
পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ভারতের সাথে সমমতিপূর্ণ ১১৩ রেটিং নিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে উঠে পাকিস্তানের বিজয়ের জয়জয়কার!
< Social Media >